
অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তির প্রয়োজনীয় সকল তথ্য
৫ই এপ্রিল থেকে অনার্স ফার্স্ট ইয়ারের এডমিশন হওয়ার জন্য আবেদন শুরু হয়েছে এই আবেদন শেষ হবে কবে এবং কি কি প্রয়োজনীয় জিনিস লাগবে সবকিছু এই একটি পোস্টের মাধ্যমে জানতে পারবেন তো পোস্টটি একদম ভালোভাবে পড়ে নিন এটি অবশ্যই আপনার এডমিশন হতে সহায়তা করবে
জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেকশন পদ্ধতি:
ন্যাশনাল ইউনিভার্সিটি তে ভর্তি হওয়ার জন্য কোনরকম পরীক্ষা দিতে হয় না এখানে মেধা তালিকার ভিত্তিতে শিক্ষার্থীকে ভর্তি করানো হয় | মূলত এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলে উপর ভিত্তি করে এই ভর্তির মেধা তালিকা গ্রহণ করা হয় |
অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির আবেদন শুরু হবে ৫ই এপ্রিল ২০২৩ তারিখ থেকে ৮ই মে ২০২৩| ভর্তি আবেদনের ফরমের ফি ২৫০ টাকা
| সাবজেক্ট চয়েস দেওয়ার একদম সর্বশেষ ডেট হল ৯ মেয়ে ২০২৩| ৯ মে এর পর থেকে প্রথম মেধা তালিকার আবেদন আর গ্রহণ করা হবে না|
এই প্রথম মেধা তালিকা ফলাফল প্রকাশ করা হবে ১৭ই মে ২০২৩ এর মধ্যে এবং ক্লাস শুরু হবে ১ June ২০২৩|
আবেদনের ওয়েবসাইট : www.admission.nu.edu.bd
অ্যাপ্লিকেশন যোগ্যতা :
- এসএসসিতে অবশ্যই সাইন্স অথবা আর্টস অথবা কমার্সে অবশ্যই পাস করতে হবে
- এসএসসিতে পাসের সাল হতে হবে ২০১৯ অথবা ২০২০ এবং এইচএসসিতে পাশের সাল হতে হবে ২০২১ অথবা ২০২২
- মিনিমাম জিপিএ থাকতে হবে ৩.৫০ এসএসসিতে এবং এইচএসসিতে ৩.৫০
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ফরম পূরণ করার জন্য আপনাকে অবশ্যই প্রয়োজনীয় জিনিসপত্র সাথে থাকতে হবে যেমন এডমিট কার্ড, মার্কশিট, পাসপোর্ট সাইজ ছবি ইত্যাদি |
আর যারা প্রথমে দাতালিকায় ফলাফল পাবে না তারা সেকেন্ড রিলিপ স্লিপ নিয়ে আবারও কলেজ চয়েস দিতে পারবে এবং সে ক্ষেত্রে একটার পরিবর্তে আরো পাঁচটার উপরেও কলেজ চয়েজ একসাথে দিতে পারবে আরো বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন ধন্যবাদ|
ff
Ff
panel