আফগানিস্তানে ফাঁকা গুলিতে নারীদের মিছিল ছত্রভঙ্গ

আফগানিস্তানে ফাঁকা গুলিতে নারীদের মিছিল ছত্রভঙ্গ
আফগানিস্তানে ফাঁকা গুলিতে নারীদের মিছিল ছত্রভঙ্গ

আফগানিস্তানে ফাঁকা গুলিতে নারীদের মিছিল ছত্রভঙ্গ, আফগানিস্তানের রাজধানীতে শনিবার নারী বিক্ষোভকারীদের একটি মিছিল ছত্রভঙ্গ

করে দিয়েছে তালেবান বাহিনীর সদস্যরা। এ সময় ফাঁকা গুলি ছোড়া হয়। মিছিলকারীদের পেটানো হয় বলেও অভিযোগ করা হয়েছে।প্রায় ৪০ জন

নারী ‘রুটি, কাজ এবং স্বাধীনতা’র স্লোগান নিয়ে মিছিল করে কাবুলে শিক্ষা মন্ত্রণালয় ভবনের সামনে এসে হাজির হয়।পরে তাদের ছত্রভঙ্গ করে

দিতে ফাঁকা গুলি ছোড়া হয়। পাশের দোকানপাটে আশ্রয়

আফগানিস্তানে ফাঁকা গুলিতে নারীদের মিছিল ছত্রভঙ্গ

নেওয়া কয়েকজন নারীকে ধাওয়া করে রাইফেলের বাঁট দিয়ে আঘাত করা হয়। মিছিলকারী নারীদের হাতে ‘আগস্ট ১৫ কালো দিবস’ সংবলিত ব্যানার

ছিল বলেও জানা গেছে। মূলত চাকরিবাকরি ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের অধিকারের দাবি নিয়ে রাজপথে হাজির হয়েছিল তারা।

বিক্ষোভকারীদের মুখে এ সময় শোনা যায়, ‘সুবিচার, সুবিচার’ ধ্বনি। মিছিলকারী নারীদের অনেকেই এ সময় নিজেদের চেহারা ঢাকেনি বলেও

উঠে এসেছে গণমাধ্যমের প্রতিবেদনে।

আফগান যোদ্ধাদের মারধরের শিকার হয়েছে সংবাদ

সংগ্রহে উপস্থিত সাংবাদিকদের একাংশও।মার্কিনসহ বিদেশি সেনাদের প্রত্যাহারের সুযোগে গত বছরের ১৫ আগস্ট আবার কাবুলের ক্ষমতা দখল

করে তালেবান বাহিনী।কট্টরপন্থী তালেবান বাহিনী আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসার পর থেকে নারীদের বিষয়ে একাধিক নিষেধাজ্ঞা

আরোপ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ের বাইরে শিক্ষার সুযোগ বঞ্চিত হচ্ছে মেয়েরা। সরকারি চাকরির দরজাও বন্ধ হয়ে গেছে দেশটির বহু

নারীর জন্য।

চীনা জাহাজটিকে নোঙরে অনুমোদন দেওয়ার ব্যাপারে

শ্রীলঙ্কার হার্বার মাস্টার নির্মল পি সিলভা বলেন, ১৬-২২ আগস্ট পর্যন্ত জাহাজটির হাম্বানটোটা বন্দর পরিদর্শনের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের

ছাড়পত্র তিনি পেয়েছেন। পি সিলভা এএফপিকে বলেন, ‘কূটনৈতিক ছাড়পত্রটি আমি আজ পেয়েছি। আমরা এখানকার বেইজিং প্রতিনিধিদের

সঙ্গে কথা বলে বন্দরের লজিস্টিক বিষয়গুলো নিশ্চিত করব। ’শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কলম্বো চীনা জাহাজটির নোঙর করার

অনুমতি নবায়ন করেছে। এর আগে রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে দেশ ছাড়ার আগের দিন ১২ জুলাই এ অনুমতি দেওয়া হয়েছিল।

আফগানিস্তানে ফাঁকা গুলিতে নারীদের মিছিল ছত্রভঙ্গ

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত শুক্রবার চীনা নৌযানটি শ্রীলঙ্কার এক হাজার কিলোমিটার দক্ষিণ-পূর্বে ছিল। পরে ধীরে ধীরে হাম্বানটোটা গভীর

সমুদ্রবন্দরের দিকে এগোতে থাকে।ভারতের তথ্য মতে, ইউয়ান উয়াং মহাশূন্য এবং স্যাটেলাইট ট্র্যাকিং, বিশেষ করে দূরপাল্লার ব্যালিস্টিক

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ব্যবহার করা হতে পারে। এ ছাড়া ভারতের সামরিক কার্যক্রমে নজরদারি করতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*