আমি বৈবাহিক ধর্ষণের শিকার: বাঁধন

ঢালিউড অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ক্যারিয়ারে ঘুরে দাঁড়িয়েছেন। আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় অভিনয় বেশ প্রশংসিত হয়েছেন। পাশাপাশি পেয়েছেন আন্তর্জাতিক সম্মাননা।

আমি বৈবাহিক ধর্ষণের শিকার: বাঁধন

বাঁধন এখন দুই বাংলার জনপ্রিয় মুখ। তবে শুরুতে জীবন খুব একটা রঙিন ছিল না এই অভিনেত্রীর। শ্বশুরবাড়িতে চূড়ান্ত অত্যাচারিত হতে হয়েছিল তাকে। রেহানা মরিয়ম নূর, খুফিয়া, রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি এমনই বেশ কিছু জনপ্রিয় সিনেমা-সিরিজের মূল চরিত্রে দেখা গেছে তাকে।

কয়েক বছর আগে শ্বশুরবাড়িতে চূড়ান্ত অত্যাচারের শিকার হন নায়িকা। সে যেন তার জীবনের বিভীষিকাময় অধ্যায়। বিয়ের পর জোর করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন তার স্বামী।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, কী পরিমাণ গার্হস্থ্য হিংসার শিকার হয়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে বাঁধন বলেন, ‘আমার সাবেক শ্বশুরবাড়ির লোকজন পড়াশোনা করতে দিত না। বন্ধুদের সঙ্গে যোগাযোগ পুরো ছিন্ন করে দিতে বাধ্য করে। আমি মেনে নিয়েছিলাম। ভেবেছিলাম, এভাবেই হয়তো থাকতে হয়। অনেকেই উপদেশ দিয়েছিলেন, এসব সমস্যার সমাধান হলো বাচ্চা। কিন্তু কাউকে বোঝাতে পারিনি, আমি বৈবাহিক ধর্ষণের শিকার।’

বর্তমানে মেয়েকে নিয়ে সুখে-শান্তিতে আছেন এ অভিনেত্রী। বাঁধনের জন্ম মুন্সীগঞ্জে। তিনি বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে দন্ত বিষয়ে পড়াশোনা করেছেন। বাঁধন শোবিজে নাম লেখান ২০০৬ সালে সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*