ইউক্রেনে অস্ত্র সরবরাহ কমে যাওয়ায় দেশটিতে রকেটে ব্যবহার উপযোগী প্রচুর পরিমাণে সস্তা ও ছোট কার্যকরী বোমা সরবরাহের প্রস্তাব বিবেচনা করছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। কিয়েভকে রাশিয়ার আক্রমণে সহায়তা করাই এই প্রস্তাবের উদ্দেশ্য। কারণ ইতোমধ্যে পশ্চিমা দেশগুলো অস্ত্রের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে।
সোমবার (২৮ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার সামরিক সহযোগীদের অস্ত্রের মজুদ কমে যাচ্ছে। এদিকে যুদ্ধ এগিয়ে যাচ্ছে, ফলে ইউক্রেন আরও অত্যাধুনিক অস্ত্রের প্রয়োজন।
একটি শিল্প সূত্র জানিয়েছে, ইউক্রেন এবং আমেরিকার পূর্ব ইউরোপীয় মিত্রদের জন্য যুদ্ধ উপকরণ উৎপাদনের জন্য প্রায় দেড় ডজন পরিকল্পনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে একটি হলো ডাবড গ্রাউন্ড-লঞ্চড স্মল ডায়ামিটার বোম্ব (জিএলএসডিবি)। এটি বোয়িংয়ের প্রস্তাবিত সিস্টেম।
পর্যালোচনা করা একটি নথি অনুসারে রয়টার্স এবং এই পরিকল্পনার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি জানিয়েছে, জিএলএসডিবি ২০২৩ সালের শুরুর দিকে বিতরণ করা হতে পারে। জিএলএসডিবি এম-২৬ রকেট মোটরের সঙ্গে ক্ষুদ্র ব্যাসের জিবিইউ-৩৯ বোমাকে সংযুক্ত করে।
মার্কিন সেনাবাহিনীর প্রধান অস্ত্র ক্রেতা ডগ বুশ গত সপ্তাহে পেন্টাগনে সাংবাদিকদের বলেন, সেনাবাহিনী ১৫৫ মিলিমিটার আর্টিলারি শেলগুলোর উৎপাদন ত্বরান্বিত করার দিকে নজর দিচ্ছে। বর্তমানে এই আর্টিলারি শেলগুলো শুধুমাত্র প্রতিরক্ষা ঠিকাদারদের দিয়ে সরকারি সুবিধায় তৈরি করা হয়।
তিনি আরও বলেন, ‘ইউক্রেনে আগ্রাসনের ফলে আমেরিকার তৈরি অস্ত্র ও গোলাবারুদের চাহিদা বেড়ে গেছে। পূর্ব ইউরোপে মার্কিন মিত্ররা ইউক্রেনে সরবরাহের জন্য প্রচুর অস্ত্র সরবরাহের অর্ডার দিচ্ছে।’
Leave a Reply