
সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে উড়ন্ত জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ব্রাজিল। এরই মাঝে দুঃসংবাদ পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ওই ম্যাচে চোটে পড়েন দলের প্রাণভোমরা নেইমার। ফলে সুইজারল্যান্ড দ্বৈরথ থেকে ছিটকে পড়েন তিনি।
শুধু তাই নয়, গ্রুপপর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষেও নেইমারের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। এ ব্যাপারে নিশ্চিত হয়েছে ক্রীড়াভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ইএসপিএন। তবে ২০২২ বিশ্বকাপে তিনি আবার খেলবেন বলে আত্মবিশ্বাসী ব্রাজিল
কোচ তিতে। এ ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী তিনি।ওই ম্যাচে চোট পান ব্রাজিলিয়ান রাইট-ব্যাক দানিলো। তিনিও গোড়ালির ইনজুরিতে পড়েন। ফলে বৈশ্বিক এ টুর্নামেন্টের বাকি অংশে সেলেকাওদের রিজার্ভ বেঞ্চে দেখা যেতে পারে তাদের বলে আশঙ্কা রয়েছে।
তবে এই প্রতিযোগিতার কিছু ম্যাচে দুজনকেই পাওয়ার ব্যাপারে আশাবাদী তিতে। সোমবার (২৮ নভেম্বর) সুইজারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। এর আগে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্বাস করি, দ্য গ্রেটেস্ট
শো অন আর্থে খেলবে নেইমার ও দানিলো। অন্তত আমি সেটাই মনে করি। তিতে বলেন, নিজেদের চিকিৎসা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে তারা আরও কথা বলতে পারে। কারণ, আমার কথা বলার জায়গা নেই। আমি বিশ্বাস করি, উভয়কে ব্যবহার করতে আমরা সক্ষম হবো।
সার্বিয়ার বিপক্ষে ম্যাচের ৮০ মিনিটে চোট পান নেইমার। এ সম্পর্কে ব্রাজিলীয় কোচ বলেন, সে আঘাত পেয়েছে তা আমি বুঝতে পারিনি। কারণ, মাটিতে না পড়ে যাওয়া পর্যন্ত খেলা চালিয়ে যাচ্ছিল ও। একপর্যায়ে সেটা আর সম্ভব হয়নি। ফলে তার বদলি নামাতে বাধ্য হই।
Leave a Reply