কাতারের মর্যাদার ম্যাচে ড্রতেও নকআউট নিশ্চিত নেদারল্যান্ডসের

বিশ্বকাপে শেষ ষোলোর টিকিট নিশ্চিতের ম্যাচে স্বাগতিক কাতারের মুখোমুখি নেদারল্যান্ডস। কাতারের বিপক্ষে ড্র করলেও নকআউটে পৌঁছে যাবে ডাচরা। আর মর্যাদা রক্ষায় আসরে একমাত্র জয়টি চাইবে স্বাগতিকরা। আল বায়েত স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত ৯টায় মাঠে গড়াবে গুরুত্বপূর্ণ এ ম্যাচ।

ছবি: সংগৃহীত

গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচের লড়াই। একটি জয় ও একটি ড্র নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস। তাদের ঝুলিতে রয়েছে ৪ পয়েন্ট। আর টানা দ্বিতীয় হারে নকআউটের দৌড় থেকে ছিটকে গেছে কাতার। তবে মর্যাদা রক্ষায় ইউরোপের দেশটির রাস্তা কঠিন করতে পারে স্বাগতিকরা।

 

আয়োজক দেশ হিসেবে এবার বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে কাতার। তাদের ফের কবে বিশ্বকাপ খেলার সুযোগ হবে, তার কোনো নিশ্চয়তা নেই। ফলে শেষ ম্যাচে মর্যাদা রক্ষার লড়াইয়ে নামবে কাতার। তারা নকআউটে উঠতে না পারলেও নেদারল্যান্ডসকে ছিটকে দিতে পারে! এখানে অবশ্য অনেক ‘যদি-কিন্তু’ রয়েছে।

গ্রুপের আরেক ম্যাচে সমান ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডর সেনেগালকে পরাজিত করতে পারলে কাতারের কাছে হারলেও নেদারল্যান্ডসই যাবে পরের রাউন্ডে।

এখন নেদারল্যান্ডসের কাছে সহজ হিসাব, জয় না আসুক, অন্তত ড্র করলেও সুরক্ষিত। কাতার শিবিরে কোনো চোট সমস্যা নেই। নজর থাকবে বিশ্বকাপে কাতারের হয়ে প্রথম গোল করা মোহাম্মদ মুন্তারির দিকে।

বিশ্বের তা-বড় তা-বড় ফুটবলার কমলা জার্সি পরে নামলেও বিশ্বকাপ জেতা হয়নি। তাই এবার লুইস ভ্যান গাল দক্ষতার সঙ্গে দল সাজিয়েছেন ট্রফির আশায়। কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত লুইস ভ্যান গালের কোচিংয়ে নেদারল্যান্ডস প্রশংসনীয় পারফরম্যান্স করে এসেছে।

তবে নেদারল্যান্ডসের বিশ্বকাপ-ভাগ্য খুবই খারাপ। একমাত্র দল, যারা তিনবার বিশ্বকাপ ফাইনালে উঠেও কাপ জিততে পারেনি। ২০১৮ বিশ্বকাপের মূলপর্বে খেলতে ব্যর্থ হয়েছিল তারা। কিন্তু আগের দুই আসরে দ্বিতীয় ও তৃতীয় স্থান নিয়ে বিশ্বকাপ শেষ করে। এবার কাতারে আর কোনো ভুল করতে চান না ভ্যান গালরা। কাতারের বিপক্ষে কোনো সমীকরণের দিকে না তাকিয়ে, ঝুঁকি না নিয়ে আগ্রাসি মনোভাব নিয়েই মাঠে নামবে নেদারল্যান্ডস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*