কাতার বিশ্বকাপের গল্প তুলে ধরা হয়েছে এই চিত্রকর্মে

এবার কাতারের বুকে উন্মোচন করা হলো বিশ্বের সবচেয়ে বড় চিত্রকর্ম। কাতার ইউনিভার্সিটি স্টেডিয়ামের পুরোটা জুড়ে শোভা পাচ্ছে চিত্রকর্মটি। কাতারের চিত্রশিল্পী এমাদ সালেহির তৈরি চিত্রকর্মটি এরই মধ্যে জায়গা করে নিয়েছে গিনেস বুকে। এই চিত্রকর্মে ফুটিয়ে তোলা হয়েছে কাতারের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি।

চিত্রশিল্পী এমাদ সালেহি

কাতার বিশ্বকাপ কি শুধু এর আয়োজন কিংবা ঘটনাবহুল হওয়ার কারণে মানুষ মনে রাখবে? না, আরেকটি কারণে এবারের বিশ্বকাপ স্মরণীয় হয়ে থাকবে পুরো বিশ্বের বুকে। আর তা হলো বিশ্বকাপ উপলক্ষে কাতারের বর্ধিত সৌন্দর্য। যে সৌন্দর্যে এবার যুক্ত হলো শিল্পী এমাদ সালেহির একটি চিত্রকর্ম।

শুধু চিত্রকর্ম বললে ভুল হবে। কাতার ইউনিভার্সিটি স্টেডিয়ামে উন্মোচন করা এই চিত্রকর্মে ফুটিয়ে তোলা হয়েছে কাতারের ক্রীড়া ইতিহাস, দেশটির ঐতিহ্য ও সংস্কৃতি, যা দেখে মানুষ সহজেই জেনে যাবে কাতারের উঠে আসার ইতিহাস।

চিত্রশিল্পী এমাদ সালেহি বলেন, ‘আমি লিপিবিদ্যাসহ আরব সংস্কৃতির ভিন্ন ভিন্ন দিকগুলো এই আর্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। এ ছাড়া কাতার বিশ্বকাপ ফুটবল আয়োজনের শুরু থেকে এখন পর্যন্ত গল্পগুলো এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর বিশ্বের বৃহত্তম এই আর্ট বা শিল্প দেখার মাধ্যমে, সবাই আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং ক্রীড়াক্ষেত্রে আমাদের অবদান সম্পর্কে জানতে পারবে। আমরা যে বিশ্বব্যাপী যে কোনো বড় অর্জনে ভূমিকা রাখতে পারি সেটাও জানবে সবাই।’

তিন হাজার লিটার রং আর ১৫০টি ছোট বড় ব্রাশ ব্যবহার করা হয়েছে চিত্রকর্মটি তৈরি করতে। এটি শেষ করতে এমাদের সময় লেগেছে প্রায় ৫ মাস। প্রতিদিন ১৮ ঘণ্টার বেশি সময় ধরে ছোট ছোট চিত্রকর্মে তুলির আঁচড় দিয়ে অবশেষে রূপ দিয়েছেন বিশাল এক ক্যানভাসে।

এই চিত্রশিল্পী বলেন, ‘অবশেষে আমার এই শিল্প শেষ করতে পেরে আমি খুবই খুশি। মনে হচ্ছে, আমি বড় কোনো দায়িত্ব নিয়েছিলাম, এবার সেই দায়িত্ব শেষ হলো। এটা শুধু একটা চিত্রকর্ম নয়, আমার কাছে এটা বিশ্বের মানুষের কাছে আমার দেয়া একটা উপহার। দারুণ রোমাঞ্চিত আমি।’

এদিকে কাতারের বুকে তৈরি এমাদের এই চিত্রকর্মটি জায়গা করে নিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ডে। এখন বিশ্বের সবচেয়ে বড় চিত্রকর্ম এটি।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ শাদি গাদ বলেন, ‘আমরা আজ যেটা এখান থেকে রেকর্ডের খাতায় যোগ করেছি সে হিসেবে, এই আর্টটি ৯ হাজার ৬৫২ স্কয়ার মিটার; যা ছয়গুণ বেশি আগের বিশ্বরেকর্ড গড়া শিল্পকর্মটির চেয়ে। ব্যাপারটা সত্যিই মনোমুগ্ধকর। এমাদ সালেহি তার চিত্রকর্মের মাধ্যমে রেকর্ডের খাতায় নাম লেখালেন।’

গিনেস বুকের সবশেষ রেকর্ডধারী চিত্রকর্মটি এঁকেছিলেন ব্রিটিশ শিল্পী সাচা জাফরি, যা ছিল এক হাজার ৫৯৫ স্কয়ার মিটারের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*