কোচের সঙ্গে দ্বন্দ্বে বিশ্বকাপ ছাড়লেন ক্যামেরুনের গোলরক্ষক

সার্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে কোচ রিগোবার্ট সংয়ের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে কাতার বিশ্বকাপ ছেড়ে বাড়ির পথে পাড়ি দিয়েছেন ক্যামেরুনের গোলরক্ষক আন্দ্রে ওনানা।

ছবি: সংগৃহীত

আল জানুব স্টেডিয়ামে সোমবার (২৮ নভেম্বর) সার্বিয়ার মুখোমুখি হয় ক্যামেরুন। রোমাঞ্চকর সেই ম্যাচটি শেষ হয় ৩-৩ গোলের সমতায়।

তবে দলের প্রধান গোলরক্ষক ওনানা থাকলে হয়তো ম্যাচের চিত্র ভিন্নও হতে পারত। হয়তো সার্বিয়াকে হারিয়ে জয় নিয়ে ফিরতে পারত আবুবাকাররা।


কিন্তু ম্যাচ শুরুর আগে খেলার কৌশল নিয়ে কোচের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে শুরুর একাদশ থেকেই বাদ পড়েন ২৬ বছর বয়সি ওনানা। ইন্টার মিলানের এ গোলরক্ষককে তার খেলার ধরন বদলাতে বললে তিনি কোচের সঙ্গে দ্বিমত পোষণ করেন। যার কারণে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সার্বিয়ার বিপক্ষে ম্যাচে তাকে মূল একাদশ থেকে বাদ দেয়া হয়।

সেই ক্ষোভে ওনানা সিদ্ধান্ত নেন, তিনি বিশ্বকাপ ছেড়ে নিজ দেশে পাড়ি দেবেন এবং আর ক্যামেরুন শিবিরে ফিরবেন না। বিষয়টি নিশ্চিত করেছে ইতালিয়ান সাংবাদিক ফাবরিজিও রোমনো।

এবারই ক্যামেরুনের জার্সিতে প্রথম ফিফা বিশ্বকাপ খেলতে আসেন ওনানা। সুইজারল্যান্ডের বিপক্ষে তার অভিষেক হয়। কিন্তু তার যাত্রাটা দীর্ঘ হলো না। কোচের সঙ্গে দ্বন্দ্বে মাত্র এক ম্যাচের অভিজ্ঞতা নিয়েই তাকে বিশ্বকাপ আসর ছাড়তে হলো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*