ক্যামেরুনের কাছে হেরে ব্রাজিলের যে রেকর্ড ভাঙল

শেষ ষোলো আগেই নিশ্চিত হওয়ার কারণে ক্যামেরুনের বিপক্ষে পুরো একাদশই পরিবর্তন করে মাঠে নামে ব্রাজিল। হয়তো তিতে ভেবেছিলেন জয় না হলেও ড্র হবে নিশ্চিত। আর ফলাফলও ড্রয়ের দিকেই যাচ্ছিল। তবে ভিনসেন্ট আবু বকরের শেষ মুহূর্তের গোলে হেরে যায় ব্রাজিল। আর তাতেই বিশ্বকাপে এক রেকর্ডে নাম লেখায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ছবি সংগৃহীত

বিশ্বকাপের মাঠে এর আগে আফ্রিকান প্রতিনিধিদের বিপক্ষে মোট ৭ বার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ঘানা, মরক্কো, আইভরি কোস্ট, আলজেরিয়া, জায়ারও এর আগে ব্রাজিলের কাছে সবগুলো ম্যাচ হেরেছে। তবে এই প্রথম বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে আফ্রিকান দেশ হিসেবে জয় পেয়েছে ক্যামেরুন।

ক্যামেরুনের বিপক্ষে এর আগের ৬ দেখায় একবার হারতে হয়েছিল ব্রাজিলকে। ৬ বারের দেখায় ৫টিতেই জয়, ১টিতে হেরেছিল তারা। আর বিশ্বকাপে দু’বারের মুখোমুখিতে ব্রাজিল জিতেছিল দুইবারই। ১৯৯৪ সালে ৩-০ এবং ২০১৪ সালে ৪-১ গোলে ক্যামেরুনকে হারিয়েছিল ব্রাজিল। তবে তৃতীয় দেখায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে ইতিহাসে নাম লেখাল ক্যামেরুন।

এদিকে এই জয়ে ব্রাজিলের আরেকটি রেকর্ড ভাঙল ক্যামেরুন। ১৯৯৮ সালের পর এই প্রথম বিশ্বকাপের গ্রুপপর্বে হেরেছে ব্রাজিল। ক্যামেরুনের আগে ব্রাজিল গ্রুপপর্বে হেরেছিল নরওয়ের কাছে।

ক্যামেরুনই একমাত্র দেশ যারা তিনটি বড় ক্রীড়া ইভেন্টে ব্রাজিলকে হারিয়েছে। ২০০০ সালে অলিম্পিক গেমস, ২০০৩ সালে ফিফা কনফেডারেশন্স কাপ এবং এবার ২০২২ সালের বিশ্বকাপ। আর ব্রাজিলের বিপক্ষে জয়ের ফলে ২০ বছর পর বিশ্বকাপের মঞ্চে জয় পেয়েছে আফ্রিকার দেশটি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*