ক্রিপ্টোকারেন্সি ব্যবসা করা কি হালাল? Is it Halal to trade cryptocurrency?

প্রিয় পাঠক, আমি জানি আপনি ক্রিপ্টোকারেন্সি ব্যবসা করা কি হালাল নাকি হারাম এটা দেওয়ার জন্য গুগলে সার্চ করেছেন। আমাদের এই আর্টিকেলটি সম্পূর্ণ করলে আপনার ক্রিপ্টোকারেন্সি নিয়ে যত ধরনের প্রশ্ন যেমন, ইসলাম কি ক্রিপ্টোকারেন্সি হারাম করেছে? বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি ব্যবসা করা যাবে? ক্রিপ্টোকারেন্সি আসলে কি এই সকল বিষয়ে একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন।

মূল বিষয়ে আমাদের সবার প্রথমে জানা প্রয়োজন ক্রিপ্টোকারেন্সি আসলে কি।

ক্রিপ্টোকারেন্সি কি?

ক্রিপ্টোকারেন্সি হল এক ধরনের ডিজিটাল মুদ্রা। এই কারেন্সি কোন দেশ বা রাষ্ট্র উৎপাদন বা যোগান দেয় না। এসব বিভিন্ন ধরনের হার্ডওয়ার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে মাইনিং করে তৈরি করা হয়। এই মাইনিং প্রক্রিয়া একটি জটিল প্রক্রিয়া। কারণ এখানে বিভিন্ন ধরনের অ্যালগরিদম, ব্লক এবং তিপটোগ্রাফি সম্পূর্ণ করেই কয়েন বানানো হয়। আর এই বানানো কয়েন গুলোই পরবর্তীতে কিপ্টো কারেন্সি হিসেবে ব্যবহৃত হয়।

ক্রিপ্টোকারেন্সি সবথেকে বড় সুবিধা হল এটি ডিজিটাল মুদ্রা তথা মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে ট্রানজেকশন করা যায়। এই কারেন্সি ট্রানজেকশনের কোন লোকেশন ট্র্যাক করা যায় না, ফলে বিভিন্ন ধরনের খারাপ কাজ যেমন, হাই জাকিং, জিম্মি, কালোবাজারি মত জায়গায় এই ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা হয়।

 

 

ইসলাম কি ক্রিপ্টো কারেন্সি হালাল করেছে?

ইসলামে ক্রিপ্টো কারেন্সি হালাল না হারাম সেটা জানার জন্য ইসলামের কারেন্সি সম্পর্কে জানতে হবে।

ইসলমিক কারেন্সি বা শরিরাহ্ অনুমোদিত মুদ্রা মাত্র ৬ টি-

স্বর্ণমুদ্রা
রৌপ্যমুদ্রা
খেজুর
লবন
যব
গম

এই ৬টির মধ্য কাগজের মুদ্রা বা কাগজের মুদ্রা জাতীয়কোনো কিছুই নেই। তাই শরিরাহ্ অনুমোদন করেনা। ক্রিপ্টোকারেন্সি যেহেতু ডিজিটাল মুদ্রা তাই এটি কারেন্সি/মুদ্রা হিসেবে ব্যবহার করা হারামি বলা চলে।

 

অনেকেই ক্রিপ্টো কারেন্সিকে হারাম বলে ফতোয়া দিয়ে থাকেন।

তাদের পথপ্রদানের কিছু বিষয় নিয়ে নিজে আলোচনা করা হলো:-

1. ক্ষিপ্ত কারেন্সি রাষ্ট্রীয় স্বীকৃত নয়।

2. মাদকদ্রব্য কেনাবেচা, হ্যাকিং, জিম্মি, জুয়ার মত হারাম কাজে এটিকে ব্যবহার করা হয়।

3. কেনাবেচা জুয়ার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।

4. ক্রিপ্টো কারেন্সিনিজস্ব কোন মূল্য নেই।

5. এটি অদৃশ্য এবং এর বাস্তবিক কোনরূপ নেই।

 

বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি ব্যবসা করা যাবে?

ক্রিপ্টো কারেন্সি বিভিন্ন বড় বড় দেশ অনুমোদন দিলেও বাংলাদেশ এদিকে ব্যবহারের অনুমোদন দেয়নি। তাই বাংলাদেশ থেকে স্ক্রিপ্টো কারেন্সি ট্রানজেকশন করা, মাইনিং করা অথবা এর সাথে জড়িত বিভিন্ন ধরনের কাজ করা অবৈধ। তাই বাংলাদেশ স্ক্রিপ্টো কারেন্সি ব্যবসা করা যাবে না।

 

আশা করি, আমাদের এই আর্টিকেলটির মাধ্যমে আপনাদের ছোট কিন্তু প্রয়োজনীয় কিছু প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আপনার যদি আমাদের কাছ থেকে কোন কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের জানাতে পারেন, আমরা তাহলে আপনাদের চাওয়া অনুযায়ী পরবর্তী আর্টিকেল নিয়ে আসবো, ধন্যবাদ সবাইকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*