খুলনায় ট্রেনের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু

খুলনায় ট্রেনের ধাক্কায় আব্দুল আজিজ (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে নগরীর খানজাহান আলী এলাকার শিরোমণি হাফেজিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

খুলনায় ট্রেনের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু

মারা যাওয়া আব্দুল আজিজ যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের নিত্যানন্দকাটি গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তিনি খুলনা নগরীর আজম খান কমার্স কলেজের স্নাতকের শিক্ষার্থী ছিলেন।


স্থানীয়রা জানান, সকাল থেকে বিভ্রান্ত অবস্থায় রেললাইনের ধারে ঘোরাঘুরি করছিল ওই যুবক। যখন ট্রেন আসে তখন তিনি রেললাইনের পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। লোকজন তাকে সরে যেতে বললেও তিনি শোনেননি। একপর্যায়ে ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন সময় সংবাদকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কাছে থাকা কলেজের পরিচয়পত্র দেখে জানা গেছে তিনি সরকারি আজম খান কমার্স কলেজের ছাত্র। বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*