ছেলের পরিবর্তে মাটি কাটতে এসে প্রাণ গেল বাবার

দিনাজপুরের বিরামপুরে ছেলের বদলে কর্মসৃজন প্রকল্পের মাটি কাটতে এসে সড়ক দুর্ঘটনায় কামাল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

ছেলের পরিবর্তে মাটি কাটতে এসে প্রাণ গেল বাবার

শনিবার (৩ ডিসেম্বর) বিকেল চারটার দিকে বিরামপুর-কাটলা আঞ্চলিক মহাসড়কের হরিহরপুর মসজিদের পাশে এ ঘটনা ঘটে।


কামাল হোসেন উপজেলার কাটলা ইউনিয়নের বেপারী পাড়া গ্রামের মনছের আলীর ছেলে।

স্থানীয় কাটলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য কাসেম উদ্দিন জানান, সম্প্রীতি কর্মসৃজন প্রকল্পের আওতায় ৪০ দিনের মাটি কাটার কাজ চলছিল হরিহরপুর মসজিদের পাশে। কামাল হোসেন আজ ছেলের পরিবর্তে কাজ করতে আসেন। বিকেলে কাজ করার সময় হঠাৎ একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*