নকআউটে মেসির প্রথম গোল

অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ এক জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এই ম্যাচে আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেছেন লিওনেল মেসি, যা বিশ্বকাপের নকআউট পর্বে তার প্রথম গোল। হাজারতম ম্যাচের মাইলফলকের দিন এমন রেকর্ড গড়লেন আর্জেন্টাইন জাদুকর।

ছবি সংগৃহীত

লিওনেল মেসি উড়ছেন। গ্রুপ পর্বের পর শেষ ষোলোতে আর্জেন্টিনার ত্রাতা মেসি। অস্ট্রেলিয়ার বিপক্ষে যখন ডেডলক ভাঙতে ব্যর্থ সবাই তখন মেসির গোলেই কোয়ার্টার লিড পেল আর্জেন্টিনা।

ক্যারিয়ারের হাজারতম ম্যাচটি স্মরণীয় করে রাখলেন মেসি। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম গোলটি করে দলকে এগিয়ে দেন মেসি। ম্যাচের ৩৩ মিনিটে পাপু গোমেজকে ফাউল করা হলে বাঁ প্রান্ত থেকে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। মেসির দারুণ ফ্রি-কিক ডিবক্সে বাধা পেলেও ক্লিয়ার করতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়ার ডিফেন্ডাররা। ডি-বক্সের জটলায় বল পেয়ে দারুণ প্লেসিং শটে গোল করেন মেসি।

এই গোলের ফলে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে গোল করতে সক্ষম হলেন মেসি। এর আগে আরও চারটি বিশ্বকাপ খেলেছেন তিনি। তবে কখনই নকআউট পর্বে গোল করতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক।

জাতীয় দলে মেসির অভিষেক হয়েছিল সেই ২০০৫ সালে মাত্র ১৮ বছর বয়সে। হাঙ্গেরির বিপক্ষে সেই ম্যাচে বেঞ্চ থেকে মেসিকে মাঠে নামানো হয়েছিল। তবে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার মাত্র ৪০ সেকেন্ডেই গোল খায় তার দল। তখন কে ভেবেছিল আর্জেন্টিনার হয়ে একসময় সবচেয়ে বেশি ম্যাচ খেলবেন তিনি।

জাতীয় দলের জার্সিতে আগেই সবচেয়ে বেশি ১৬৮ ম্যাচ খেলার রেকর্ড গড়েছিলেন মেসি। এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন হ্যাভিয়ার মাসচেরানো। তার ম্যাচ সংখ্যা ১৪৭টি। জাতীয় দল ও ক্লাব ক্যারিয়ার মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচটি অনন্য এক কীর্তি গড়েছেন মেসি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*