
নতুন শিক্ষাক্রমে সপ্তাহে ক্লাস ৫ দিন, আগামী বছর নতুন শিক্ষাক্রমে সপ্তাহে পাঁচ দিন ক্লাস হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সোমবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, ‘সপ্তাহের পাঁচ দিনে
মধ্যেই ক্লাসগুলোকে এমনভাবে পুনর্বিন্যাস করতে চাই, যাতে শিক্ষার্থীদের কোনো ধরনের সমস্যা না হয়। আর ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য
পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।
নতুন শিক্ষাক্রমে সপ্তাহে ক্লাস ৫ দিন
সোমবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা ও
শিশুদের নিয়ে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।শিক্ষামন্ত্রী আরো
বলেন, ‘বড় একটি চ্যালেঞ্জ আসছে, কাগজ সংকট থাকায় কাগজের দাম বৃদ্ধি পাচ্ছে। আশা করছি আগামী মাস থেকে লোড শেডিং
কমে যাবে কিংবা থাকবে না। কিছু চ্যালেঞ্জ আছে
আমাদের পুস্তকগুলো ছাপানোর ক্ষেত্রে। চেষ্টা করছি আমরা সময়মতো বই-পুস্তক দিতে পারব। ’অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা
প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় প্রমুখ।
এদিকে পরে শিক্ষামন্ত্রী চাঁদপুর প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে যোগ দেন। এ ছাড়া চাঁদপুর জেনারেল হাসপাতাল ও হাইমচরে তার বাবার
নামে প্রতিষ্ঠিত এম এ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে বিভিন্ন উপকরণ বিতরণ করেন।
পুলিশ জানায়, মহাসড়কে বিআরটিএ প্রকল্পের একটি
ক্রেন (নম্বর- ৭০৮০) বক্সগার্ডার ওঠানোর সময় প্যারাডাইস টাওয়ারের সামনে ক্রেন ছিঁড়ে গার্ডার প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ-২২-৬০০৮)
ওপর পড়ে। এতে শিশুসহ ছয়জন গুরুতর আহত হয়। গাড়িতে থাকা হৃদয় (২৬) ও রিয়া মনি (২১) নামের দুজনকে আহত অবস্থায় স্থানীয়
হাসপাতালে নেওয়া হয়। তাদের ভাষ্যমতে, প্রাইভেট কারের ভেতরে রুবেল, ঝর্ণা এবং দুই শিশু জান্নাত ও জাকারিয়া চাপা রয়েছে। ফায়ার
নতুন শিক্ষাক্রমে সপ্তাহে ক্লাস ৫ দিন
সার্ভিস দুর্ঘটনাকবলিত গাড়ির ভেতর থেকে তাদের উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন
বলেন, বিকেলে নির্মাণাধীন বিআরটির একটি গার্ডার ক্রেন থেকে ছিটকে পড়ে যায়। এ সময় গার্ডারটি রাস্তার ওপর থাকা একটি প্রাইভেট কারের
ওপর পড়ে। এতে ওই প্রাইভেট কারে থাকা চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। উদ্ধারকাজ চলমান।
Leave a Reply