চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কমিউটার ট্রেনে কাটা পড়ে স্বাধীন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

কমিউটার ট্রেনে কাটা পড়ে স্বাধীন (২৪) নামে এক যুবকের মৃত্যু।
শনিবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে গোলবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা সাইফুর রহমান বলেন, শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে রহনপুর থেকে রাজশাহীগামী কমিউটার ট্রেন গোলবাড়ি বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে স্বাধীন ছাগল তাড়াতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে নাচোল উপজেলার কসবা ইপি চেয়ারম্যান গোলাম জাকারিয়া বলেন, নিহতের খবর জিআরপি ও থানা পুলিশ জানানো হয়েছে। তারা এসে আইনি ব্যবস্থা নেবে।
আমনুরা জিআরপি পুলিশ কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমান জানান, স্থানীয়দের দেয়া খবরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. ওবাইদুল্লাহ বলেন, দুর্ঘটনার পর ট্রেন যথাসময়ে রাজশাহী পৌঁছেছে।
নিহত স্বাধীন উপজেলার কসবা ইউপির গোলাবাড়ি গ্রামের দুরুল হকের সন্তান।
Leave a Reply