পিরোজপুরে আর্জেন্টিনার ১০০০ ফুট পতাকা নিয়ে শোভাযাত্রা

বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে মেতে উঠেছেন পিরোজপুরের আর্জেন্টিনাভক্ত ফুটবলপ্রেমীরা। আর্জেন্টিনা ও মেসিভক্তরা তাদের প্রিয় দলের শুভকামনায় স্লোগানে স্লোগানে জানান দেন তাদের প্রতি ভালোবাসার কথা।

পতাকা নিয়ে আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রা

পতাকা নিয়ে আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রা

পিরোজপুরের সরকারি বালক বিদ্যালয় মাঠ যেন পরিণত হয় মেসিভক্তদের মিলনমেলায়। আর্জেন্টিনা ও মেসিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছেন সমর্থকরা।

সোমবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় ফুটবলপ্রেমী নিঝুমের আয়োজনে শহরের সরকারি বালক বিদ্যালয় মাঠ থেকে এক হাজার ফুট দীর্ঘ পতাকা নিয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

আর্জেন্টিনার ভক্তদের আশা এবার তাদের প্রিয় দল শিরোপা নিয়েই দেশে ফিরবে। যদি তা-ই হয়, উন্মাদনায় ভাসবেন সারা বিশ্বের আর্জেন্টিনা ও মেসিভক্তরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*