রাজধানীর পুরান ঢাকার একটি বাসা থেকে শ্যামলী ইকবাল (৪২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের।

রোববার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে হোসনি দালান শিয়া গলির ২৫ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
শ্যামলীর স্বামী জাহিদ ইকবাল জানান, তিনি অফিসে ছিলেন। তাদের এক ছেলে ও এক মেয়ে। বেলা ১১টার দিকে ছেলে আবির স্কুল থেকে বাসায় ফিরে রুমের দরজা বন্ধ দেখতে পান। তখন আশপাশের ভাড়াটিয়াদের জানালে তাদের সহযোগিতায় রুমের পরপর দুটি দরজা ভেঙে তাকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। তখন তারা থানায় খবর দেন।
তিনি আরও জানান, দুই বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন শ্যামলী। চিকিৎসাও করানো হচ্ছিল তাকে। এর আগেও তিনি একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
Leave a Reply