সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। পদটিতে নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন গ্রহণ ২৫ নভেম্বর সকাল ১০টায় শুরু হয়ে চলবে ২২ ডিসেম্বর ২০২২ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আগ্রহী প্রার্থীদের অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। তাদেরকে শারীরিক মাপ, লিখিত পরীক্ষা ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সবশেষে প্রর্থীকে চূড়ান্ত শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে নূন্যতম স্নাতক ডিগ্রি প্রাপ্ত হতে হবে।
প্রার্থীকে মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে এবং কম্পিউটার দক্ষতা সম্পন্ন হতে হবে।
বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদের প্রকৃত শূন্যপদের বিপরীতে নিয়োগের লক্ষ্যে উপযুক্ত আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা হয়েছে।
আবেদনের সময়সীমা: ২৫ নভেম্বর ২০২২ তারিখ থেকে ২২ ডিসেম্বর ২০২২ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখলে ক্লিক করুন এখানে
Leave a Reply