বরিশাল বোর্ডে জিপিএ-৫ ও পাসে মেয়েরা এগিয়ে

এসএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৬১ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৬৮ শিক্ষার্থী। তবে এবারও এ শিক্ষাবোর্ডের ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএ’র হারে এগিয়ে।

ফাইল ছবি

সোমবার (২৮ ন‌ভেম্বর) বেলা দেড়টায় ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।


তিনি জানান, এ বছর পরীক্ষায় বরিশাল বোর্ড থেকে অংশ নেয় ৯৪ হাজার ৮৭১ জন। এরমধ্যে ছাত্র ৪৫ হাজার ৯৭১ জন এবং ছাত্রী ৪৮ হাজার ৯০০। পাস করেছে ৮৫ হাজার ১৪ জন; যার মধ্যে ছাত্র ৪০ হাজার ৪৩৫ এবং ছাত্রী ৪৪ হাজার ৫৭৯ জন। বিভাগে পা‌সের হারে এগিয়ে রয়েছে ভোলা জেলা।

গত বছর বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক ১৯ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাসের হার কমেছে দশমিক ৫৮ শতাংশ। এছাড়া জিপিএ-৫ ক‌মে‌ছে ১৫১টি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*