বাগেরহাটে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মীর নামে মামলা, গ্রেফতার ৫

বাগেরহাট জেলা জামায়াতের শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুরুল হক রাহাতসহ ২০ নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ। এ মামলায় বিভিন্ন স্থান থেকে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতীকী ছবি।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করেছে বাগেরহাট মডেল থানা পুলিশ।

এর আগে রোববার (৪ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট মডেল থানায় ২০ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ থেকে ৪০ জনকে আসামি করে পুলিশের এসআই মো. রফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন- শেখ আরিফুল ইসলাম (৩২), মো. মোক্তারুজ্জামান (২৪), হাম্মাম বিন আজাদ (৩৩), মো. তারিকুল ইসলাম (২৭) ও মো. জাকারিয়া (৪০)। এরা সবাই জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা। গ্রেফতারদের কাছ থেকে চারটি ককটেল ও লাঠি জব্দ করা হয়েছে।

জেলা জামাতের সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ বলেন, ১০ ডিসেম্বর মূলত বিএনপির সমাবেশ। এ সমাবেশকে কেন্দ্র করে জামায়াতের নেতাকর্মীদের হয়রানি করতে পুলিশ এ গায়েবি মামলা দিয়েছে। আমাদের নেতাকর্মীরা কোন ধরনের অপরাধ করেনি।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় ৫ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*