বিশ্বকাপে ব্রাজিলকে হারাতে পারেনি এশিয়ার কোনো দল

কোয়ার্টার ফাইয়ানালে ওঠার লড়াইয়ে মাঠে নামছে ব্রাজিল। ১৯৯০ সালে সবশেষ শেষ ষোলো থেকে বাদ পড়েছিল ব্রাজিল। এরপর টানা সাত আসরে কমপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। অষ্টমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার পথে ব্রাজিলের সামনে বাধা এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া। এই ম্যাচের আগে ব্রাজিলকে আশা দেখাচ্ছে পরিসংখ্যান। এশিয়ার দেশের বিপক্ষে বিশ্বকাপে কখনো হারেনি ব্রাজিল।

নেইমার আজ থামিয়ে দেবেন এশিয়ার সম্ভাবনা?

নেইমার আজ থামিয়ে দেবেন এশিয়ার সম্ভাবনা?

কাতার বিশ্বকাপে উত্থান ঘটেছে এশিয়ান ফুটবল শক্তির। স্বাগতিক কাতারসহ পাঁচটি এশিয়ান দেশ বিশ্বকাপে অংশ নিয়েছিল। প্রথম পর্ব শেষে কাতার ও সৌদি আরব বাদে বাকি তিনদলই জায়গা করে নিয়েছে শেষ ষোলোয়। জাপান-দক্ষিণ কোরিয়া-সৌদি আরবের মতো দেশগুলোর বিপক্ষে জার্মানি, স্পেন ও পর্তুগাল ও আর্জেন্টিনার মতো পরাশক্তিদের পরাজয়ের পর আর হালকা করে নেওয়ার উপায় নেই তাদের।

অন্যসময় হলে ব্রাজিলের বিপক্ষে দক্ষিণ কোরিয়ার অঘটন ঘটানোর সম্ভাবনার পক্ষে বাজি ধরার মতো মানুষ পাওয়া যেত কিনা সন্দেহ। এই তো সবশেষ দেখাতেও কোরিয়ানদের এক হালি গোল দিয়েছে সাম্বার দেশ। তবে এবার পরিস্থিতি ভিন্ন । দক্ষিণ কোরিয়া শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে ও আফ্রিকার পরাশক্তি ঘানাকে পেছনে ফেলে। হারিয়েছে রোনালদো-ব্রুনোর দারুণ শক্তিশালী পর্তুগালকেও।

তবে বিশ্বকাপে এশিয়ার দেশের কাছে হারার রেকর্ড নেই ব্রাজিলের। বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত মুখোমুখি হওয়া সবকয়টি ম্যাচেই এশিয়ার দেশকে হারিয়েছে সাম্বার দেশ।

বিশ্বকাপে ব্রাজিল প্রথমবারের মতো এশিয়ার দেশের মুখোমুখি হয় ২০০২ সালের বিশ্বকাপে। দক্ষিণ কোরিয়া-জাপানের মাটিতে অনুষ্ঠিত সে বিশ্বকাপে ব্রাজিল ও চীন ছিল একই গ্রুপে। গ্রুপ পর্বের সে ম্যাচে চীনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল। সে ম্যাচে গোল করেছিলেন রোনালদো, রোনালদিনহো ও রিভালদো। ফ্রিকিক থেকে দুর্দান্ত একটা গোল করেছিলেন রবার্তো কার্লোসও। সে আসরে পঞ্চম ও শেষবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় ব্রাজিল।

২০০৬ বিশ্বকাপে ব্রাজিলের সঙ্গে এক গ্রুপে ছিল এশিয়ার দেশ জাপান। ছিল অস্ট্রেলিয়াও। তখন অবশ্য দেশটি ওশেনিয়া অঞ্চলের হয়েই বাছাই পর্বে খেলত। সেবারই শেষবার ওশেনিয়া অঞ্চলের হয়ে বাছাই পর্বে অংশ নেয় সকারুরা। গ্রুপ পর্বের লড়াইয়ে এই দুই দলকেই হারায় তারকাসমৃদ্ধ ব্রাজিল।

জার্মানির কাইজারস্লাটার্নে অনুষ্ঠিত ম্যাচে ৪-১ গোলে জাপানকে হারায় ব্রাজিল। জোড়া গোল করেন রোনালদো। এছাড়া একটি করে গোল করেন জুনিনিও ও গিলবার্তো সিলভা। অস্ট্রেলিয়ার বিপক্ষেও জয় পায় ব্রাজিল। আদ্রিয়ানো ও ফ্রেডের গোলে জয় পায় ব্রাজিল।

বিশ্বকাপে এশিয়ার দলের বিপক্ষে ব্রাজিল সবশেষ খেলে ২০১০ বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সে বিশ্বকাপে উত্তর কোরিয়ার মুখোমুখি হয়েছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা। সে ম্যাচে মাইকন ও এলানোর গোলে ২-১ ব্যবধানে জয় পায় সাম্বার দেশ।  

বিশ্বকাপে এশিয়ার দেশের বিপক্ষে ব্রাজিলের লড়াইগুলোর প্রত্যেকটি এর আগে হয়েছে গ্রুপ পর্বে। এবারই প্রথম নকআউট পর্বে এশিয়ান দেশের মুখোমুখি হচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*