বিশ্বকাপ খেলতে এসে সতীর্থের স্ত্রীর সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’

সুইজারল্যান্ডের কাছে হেরে গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে সার্বিয়া। তবে তার আগেই সার্বিয়ার এক খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে দলের এক সতীর্থের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার। যদিও সেই ফুটবলার সব অভিযোগ অস্বীকার করেছেন।

ছবি সংগৃহীত

সার্বিয়ার স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তার সতীর্থ এবং দলের এক নম্বর গোলরক্ষক প্রেদ্রাগ রাজকোভিচের স্ত্রী আনা ক্লার্কের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছেন তিনি।

সার্বিয়ান গণমাধ্যমে বলা হয়েছে, দুজন একসঙ্গে রাতযাপনও করেছেন। তবে সাংবাদিকদের সামনে এসে সব অভিযোগ অস্বীকার করেছেন য়্যুভেন্তাস স্ট্রাইকার। তিনি বলেছেন, ‘এভাবে সংবাদ সম্মেলন শুরু করায় দুঃখিত। কিন্তু এ ব্যাপারে কথা বলতেই হবে। কারণ আমার নামে নোংরা খবর ছড়ানো হচ্ছে। সাধারণত এ ধরনের যা শুনি বা দেখি, সেগুলো খুব একটা পাত্তা দেই না। আসলে যারা এসব লেখে, তাদের কাছে আর কোনো কাজ নেই। ওরা হয় হতাশ, না হয় খুব রেগে গেছে। তবু দলের স্বার্থে আমাকে মুখ খুলতেই হচ্ছে। একটা কথাই বলতে পারি, অত্যন্ত জঘন্য কথা লেখা হচ্ছে। আমি এর থেকে নিজের নাম সরাতে চাই।’

দুসানের ছেলে গুরুতর অসুস্থ থাকাকালীন এক সপ্তাহ হাসপাতালেই ছিলেন স্ত্রী তাদিজা। সেই প্রসঙ্গ মনে করিয়ে দুসান বলেছেন, ‘এর থেকেও খারাপ সময় দেখেছি আমরা। তখন সবাই আমাদের উপেক্ষা করেছে। তাদিজা কেমন আছে সেই খেয়াল কেউ রাখেনি। হয়তো ওরা ভেবেছে এসব লিখলে আহত বাঘকে আর একটু খোঁচা দেয়া যাবে। কিন্তু তাতে লাভ হবে না।’

এদিকে গ্রুপপর্বের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছে ভ্লাহোভিচের দল সার্বিয়াকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*