ব্যথানাশক ইনজেকশন নিচ্ছেন মার্টিনেজ

৩৬ বছরের শিরোপাখরা কাটাতে আর্জেন্টিনার অপেক্ষা আর মাত্র তিন ম্যাচ। একসময় শঙ্কা জেগেছিল গ্রুপপর্ব থেকে ছিটকে পড়ার। তবে শুরুর ধাক্কা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আকাশি-সাদা জার্সিধারীরা।

লাউতারো মার্টিনেজ। ছবি-সংগৃহীত

লাউতারো মার্টিনেজ।

শুক্রবার (৯ ডিসেম্বর) কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে শক্তিশালী নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তবে গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে বেশ কয়েকজন ফুটবলারের ফিটনেস চিন্তা বাড়াচ্ছে কোচ লিওনেল স্ক্যালোনির। ফরোয়ার্ড ডি মারিয়া ইনজুরিতে থাকলেও এরই মধ্যে অনেকটা সেরে উঠেছেন। 

তবে নতুন করে শঙ্কা বাড়ছে ডি পল ও লাউতারো মার্টিনেজকে নিয়ে। এরই মধ্যে খবর পাওয়া যায়, কোয়ার্টারে খেলতে মরিয়া লাউতারো অ্যাঙ্কেলের সমস্যা কাটিয়ে উঠতে ব্যথানাশক ইনজেকশন নিচ্ছেন।

তার এজেন্ট আলেহান্দ্রো কামাচো বলেন, লাউতারো ইনজেকশন নিচ্ছে, কারণ তার অ্যাঙ্কেলে অনেক ব্যথা হচ্ছে। ব্যথা দূর করার জন্য সে কঠোর পরিশ্রম করছে। পুরোপুরি সেরে উঠলে সে মাঠে সেরাটা দেখাতে পারবে। বিশ্বের শীর্ষ খেলোয়াড়দের একজন সে।

গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে শুরুর একাদশে জায়গা পেলেও কোনো গোল করতে পারেননি। যদিও সৌদি আরবের বিপক্ষে তার করা দুটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। 

শেষমেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে শেষদিকে খেলতে নেমে বেশ কয়েকটি দারুণ সুযোগ মিস করেন। অন্যদিকে, তার জায়গায় সবশেষ দুই ম্যাচে শুরুর একাদশে জায়গা পেয়ে দুই গোল করেন হুলিয়ান আলভারেজ। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*