উরুগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জালের দেখা পেয়েই ছুটেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিজের বিখ্যাত ঢঙে করেন গোল উদযাপন। ফিফাও প্রথমে তার নামেই দিয়েছিল গোলটি, কিন্তু পরে নাম বদলে তা দেয়া হয় ব্রুনো ফার্নান্দেজের নামে। তাতে অবাক স্বয়ং ব্রুনোও। বাকিদের মতো তিনিও মনে করেছিলেন গোলটি করেছেন রোনালদো।
সোমবার (২৯ নভেম্বর) গ্রুপ ‘এফ’ এর ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হয়েছিল পর্তুগাল। মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোলে ভর করে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে তৃতীয় দেশ হিসেবে শেষ ষোলো নিশ্চিত করে রোনালদোর দল।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে গোলের দেখা পায় পর্তুগাল। এই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল। তবে গোলটি নিয়ে নাটক হয়েছে বেশ। বাঁ প্রান্ত থেকে ব্রুনোর ক্রসটা বেশ বাঁক খায়। হেড করতে বলের লাইনে লাফিয়ে ওঠেন রোনালদো। বল জালে ঢুকতেই টানা দ্বিতীয় ম্যাচে গোল পাওয়ার আনন্দে উদযাপনে মাতেন রোনালদো। তাকে অভিনন্দন জানাতে ছুটে যান ব্রুনোও।
গোলটা প্রথমে রোনালদোর নামে দেওয়া হলেও পরে টেলিভিশন রিপ্লে দেখে তা দিয়ে দেওয়া হয় ব্রুনোর নামে। যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্যক্তিগত ও ম্যাচের দ্বিতীয় গোলটি করেন তিনি।
ম্যাচ শেষে ম্যাচসেরার পুরস্কার নিতে এলে গোলটি নিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি। এ সময় তিনি জানান, কে গোল করল তার চেয়ে দলের জয় তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘আমার মনে হচ্ছিল যে, ক্রিস্তিয়ানো বল স্পর্শ করেছে। আমি বলটি তার দিকেই পাস দিয়েছিলাম। গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা খুব কঠিন দলের বিপক্ষে খেলার পর পরের রাউন্ডে যাচ্ছি।’
Leave a Reply