মাদারীপুরে ভেকুর আঘাতে প্রাণ গেল যুবকের

মাদারীপুরের শিবচরে মাটিকাটার মেশিন ভেকুর (এক্সেভেটর) আঘাতে খলিলুর রহমান বেপারী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

খলিলুর রহমান বেপারী। ছবি: সংগৃহীত

শুক্রবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে শিবচর উপজেলার শিরুয়াইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খলিল ওই গ্রামের কুদ্দুস বেপারীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শিরুয়াইলের চর এলাকায় ভেকু মেশিনে মাটি কেটে নতুন রাস্তা তৈরি হচ্ছে। স্থানীয়রা নির্মাণাধীন রাস্তার কাজ দেখতে প্রতিদিনই ওই এলাকায় ভিড় করেন। শুক্রবার বিকেলে অন্যদের মতো খলিলও রাস্তার মাটিকাটা দেখতে যায়। সন্ধ্যার পর মাটিকাটা মেশিন ভেকুতে উঠতে গেলে পা পিছলে গর্তে পড়ে যায়। এতে বুকে ও মাথায় প্রচণ্ড আঘাত পান তিনি। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে খলিলের মৃত্যু হয়।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আসিফুর রহমান প্রিন্স জানান, ওই যুবককে হাসপাতালে আনার পর ইসিজি করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল দুটি স্থানেই পুলিশ পাঠানো হয়।

তিনি বলেন, এ ব্যাপারে পরিবার থেকে অভিযোগ পেলে বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*