যোগি আদিত্যনাথকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

যোগি আদিত্যনাথকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি
যোগি আদিত্যনাথকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

যোগি আদিত্যনাথকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার

হুমকি দেওয়া হয়েছে। আদিত্যনাথের পাশাপাশি ভারতীয় কিষাণ মঞ্চের (বিকিএম) সভাপতি দেবেন্দ্র তিওয়ারিও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

এ ঘটনায় এরই মধ্যে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেবেন্দ্র তিওয়ারির বাড়ি থেকে

হুমকির ওই চিঠি উদ্ধার করা হয়েছে।

যোগি আদিত্যনাথকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

চিঠিটি সামনে আসার পরই তদন্তে নেমেছে পুলিশ।গত কয়েকদিনে দু’বার হত্যার হুমকি দেওয়া হয়েছে যোগি আদিত্যনাথকে। হুমকির চিঠিতে বলা

হয়েছে, নিরাপত্তা রক্ষীরা আছেন, নয়তো অনেক আগেই যোগি আদিত্যনাথকে উড়িয়ে দেওয়া হতো। যোগি আদিত্যনাথকে সংশোধন হতেও বলা

হয়েছে। অন্যথায় প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।পুলিশ বলছে, দেবেন্দ্র তিওয়ারিকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে ওই চিঠিতে।

উত্তরপ্রদেশে কসাইখানা বন্ধ ইস্যুতে এই হুমকি দেওয়া

হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।তাদের দাবি, কাল এক দিনে ৭০-৮০ হাজার মানুষ

তাজমহল দেখতে গিয়েছিল। তাজমহল দেখার জন্য এক কিলোমিটারের বেশি লাইন ছিল পর্যটকদের।ভিড় এতটাই বেশি ছিল যে, বিশৃঙ্খল

পরিস্থিতির সৃষ্টি হয়। ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে বেশ কয়েক জন পর্যটক আহত হয়েছেন। পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠি হাতে নামতে হয়।

গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি শামসউদ্দিন এই পরিস্থিতির জন্য এএসআইয়ের ব্যবস্থাপনাকে দায়ী করেছেন।

তিনি বলেছেন, কোনো রকম প্রস্তুতি ছাড়াই এই সিদ্ধান্ত

নিয়েছে এএসআই। তাদের জানা উচিত ছিল যে, টিকিট ছাড়া তাজমহল দেখার সুযোগ পেলে স্বাভাবিকের তুলনায় ভিড় অনেকটাই বেশি হবে।

ফলে আগে থেকেই ঠিক মতো নিরাপত্তার ব্যবস্থার প্রয়োজন ছিল। কিন্তু সেটা তারা করেনি। ফলে পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠির আঘাতে

অনেক পর্যটক আহত হয়েছেন।যদিও সেখানকার পুলিশ সুপার বিকাশ কুমার দাবি করেছেন, ভিড় সামলাতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা

হয়েছিল তাজমহলের প্রবেশপথে। তবে পর্যটকদের ওপর কোনো লাঠিচার্জ করা হয়নি।

যোগি আদিত্যনাথকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

আগ্রার এএসআই প্রধান আরকে পাটেল জানান, ২০২৩ সাল থেকে যদি ১৫ আগস্ট পর্যন্ত তাজমহল বিনামূল্যে দর্শনের কথা ঘোষণা করা হয়,

তা হলে সব রকম প্রস্তুতি নিয়েই নামা হবে।পুলিশ বলছে, দেবেন্দ্র তিওয়ারিকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে ওই চিঠিতে। উত্তরপ্রদেশে

কসাইখানা বন্ধ ইস্যুতে এই হুমকি দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*