যৌনশিক্ষা নিয়ে ছবি বানাবেন অক্ষয়

বলিপাড়ার খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার। বলিউডে বছরে সবচেয়ে বেশি সিনেমায় অভিনয় করা তারকাদের নাম এলে সবার প্রথমেই যার কথা মাথায় আসে তিনি অক্ষয়। অক্ষয় কুমার তার আগামী ছবির জন্য কোন টপিক বেছে নিয়েছেন এবার সেটা প্রকাশ্যে আনলেন। অভিনেতা জানান, তিনি তার আগামী ছবিতে সেক্স এডুকেশনের ওপর কাজ করবেন।

যৌনশিক্ষা নিয়ে ছবি বানাবেন অক্ষয়

তিনি জানিয়েছেন, বর্তমানে তিনি একটি ফিচার ফিল্ম নিয়ে কাজ করছেন, আর ছবির বিষয়বস্তু হলো সেক্স এডুকেশন। জেদ্দায় রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আলোচনার প্যানেলের অংশ ছিলেন অক্ষয়।

ভারতের তথা বলিউডের বহু অভিনেতাই এ চলচ্চিত্র উৎসবে শামিল হয়েছিলেন, এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শাহরুখ খান, কাজল, প্রিয়াঙ্কা চোপড়া, সইফ আলি খান, করিনা কাপুর প্রমুখ। জানা গিয়েছে খুব শিগগিরই রণবীর কাপুর এবং হৃতিক রোশনও এই চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন।

এ অনুষ্ঠানের মডারেটর কলিম আফতাবের সঙ্গে কথা বলার সময় অভিনেতা জানান, ‘এটা ভীষণ জরুরি একটি বিষয়। অনেক জায়গায়ই এ বিষয়ে শিক্ষা দেয়া হয় না। আমাদের স্কুলে বিভিন্ন ধরনের বিষয়ে শিক্ষা দেয়া হয়, সেক্স এডুকেশন তার মধ্যে একটা হওয়া উচিত। পৃথিবীর সমস্ত স্কুলেই এ বিষয়ে শিক্ষা দেয়া উচিত।’ তিনি আরও জানান, ছবিটি আগামী বছরের এপ্রিল-মে মাসে বড় পর্দায় মুক্তি পেতে পারে। আক্কির কথায়, ‘এটা আমার করা অন্যতম সেরা ছবি হতে চলেছে।’

সম্প্রতি ‘রাম সেতু’, ‘সম্রাট পৃথ্বীরাজ’-র মতো ছবিতে দেখা গিয়েছে অক্ষয়কে। যদিও ২০২২ সালে তার একটি ছবিও সাফল্যের মুখ দেখেনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*