
রাতে স্ত্রীর সাথে ঝগড়া সকালে লাশ, নোয়াখালী সদর উপজেলায় শ্বশুর বাড়িতে জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার
(১৫ আগস্ট) ভোরে বিনোদপুর ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো.এমরান হোসেন মুন্না (২৭)। তিনি নোয়াখালী
ইউনিয়নের পশ্চিম চরউরিয়া গ্রামের আহমদ উল্যার ছেলে।খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল
হাসপাতালে প্রেরণ করে।
রাতে স্ত্রীর সাথে ঝগড়া সকালে লাশ
নিহতের বড় ভাই রিয়াজ হোসেন জানান, চার বছর আগে ভালবেসে পরিবারের মতের বিরুদ্ধে জামালপুর গ্রামের মোরশেদ আলম মুসার মেয়ে
শিল্পী আক্তারকে বিয়ে করে মুন্না। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। এই জেরে মুন্নার শ্বশুর বাড়ির লোকজনের
সাথেও বিরোধ চলছিল। দুদিন আগে শ্বশুর বাড়ি বেড়াতে যায় মুন্না। আজ সোমবার ভোর রাতে মুন্না আত্মহত্যা করেছে বলে শ্বশুর
বাড়ির লোকজন খবর দেয়।
তিনি আরো জানান, তাঁর ভাই মুন্না আত্মহত্যা
করেনি। তার গলায় ফাঁসের কোন দাগ নেই। পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে ভাইয়ের লাশ মাটিতে পড়ে থাকতে দেখি। তার অঙ্গকোষ ফুলাসহ
শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহৃ রয়েছে। তাকে পিটিয়ে হত্যা করে আত্মহত্যা বলে প্রচারণা করা হচ্ছে।এ দিকে মুন্না আত্মহত্যা
করেছে বলে দাবি করে তার শ্বশুর মোরশেদ আলম মুসা জানান, রাতে মেয়ে জামাতার ঝগড়া হলে তার মেয়ে অন্য কক্ষে চলে যায়।
ভোর রাতে সে ওই কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে
পরে আমরা তাকে দ্রুত নামিয়ে দেখি সে আর বেঁচে নেই। তাকে কেউ মারধর করেনি।সুধারাম মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান,
খবর পেয়ে দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের
রিপোর্ট পেলে মৃত্যু সঠিক কারণ জানা যাবে।প্রত্যক্ষদশীরা বলছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী
উপলক্ষে কর্মসূচি নেয় আওয়ামী লীগ।
রাতে স্ত্রীর সাথে ঝগড়া সকালে লাশ
তারই অংশ হিসেবে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে দুপুর ১২টার দিকে ফুল দিতে যান জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।বঙ্গবন্ধুর
প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ফেরার সময় শিল্পকলা একাডেমির সামনে পৌঁছলে ছাত্রলীগের পদবঞ্চিত গ্রুপের সদস্যরা সংঘর্ষে
জড়িয়ে পড়েন। এ সময় পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তখন ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে সংসদ সদস্য
লাঠিচার্জ দেখেন। এ ধরনের একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
Leave a Reply