রাশিয়ার দুটি বিমানঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ৩

রাশিয়ার সামরিক বাহিনীর দুটি বিমানঘাঁটিতে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন।

ছবি: সংগৃহীত

সোমবার (৫ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আরআইএ জানিয়েছে, মস্কো থেকে ১৮৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলের রিয়াজান শহরে ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। এ ছাড়া দেশটির সাতারভ অঞ্চলে একটি বিমানঘাঁটিতে বিস্ফোরণের ঘটনায় আরও দুজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সারাতোভ অঞ্চলের গভর্নর রোমান বুসারগিন সামরিক স্থাপনায় বিস্ফোরণ সম্পর্কে নিরাপত্তা বাহিনী তদন্ত করে দেখছে জানিয়ে স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকতে বলেছেন।

তিনি বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, শহরের আবাসিক এলাকায় কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি। উদ্বেগের কোনো কারণ নেই। কোনো বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি।

সারাতোভ অঞ্চলের এঙ্গেলস বিমানঘাঁটিতে রাশিয়ার কৌশলগত দূরপাল্লার সব বোমারুবিমান নোঙর করা আছে বলে মনে করা হয়। ঘাঁটিটি মস্কো থেকে প্রায় ৭৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

এদিকে, বিস্ফোরণের ঘটনা সম্পর্কে জানতে চাইলে সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। আমি গণমাধ্যমের খবরে দেখেছি, কিন্তু সুনির্দিষ্ট তথ্য নেই। আমি কোনো মন্তব্য করতে পারছি না।’

তবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিস্ফোরণের ঘটনা অবহিত করা হয়েছে বলে তিনি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*