লাইফ সাপোর্ট লাগছে না সালমান রুশদির কথাও বলছেন

লাইফ সাপোর্ট লাগছে না সালমান রুশদির কথাও বলছেন
লাইফ সাপোর্ট লাগছে না সালমান রুশদির কথাও বলছেন

লাইফ সাপোর্ট লাগছে না সালমান রুশদির, কথাও বলছেন, লেখক সালমান রুশদির লাইফ সাপোর্ট লাগছে না। এরই মধ্যে তার লাইফ সাপোর্ট

খুলে নেওয়া হয়েছে। বিবিসি জানিয়েছে, তিনি এখন কথা বলতে পারছেন।বুকার পুরস্কার বিজয়ী ৭৫ বছর বয়সী রুশদি পশ্চিম নিউ ইয়র্কের

একটি শিল্প-সংস্কৃতিবিষয়ক প্রতিষ্ঠানে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়েছিলেন।সেখানে হামলার শিকার হয়ে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন

তিনি।তার এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি মার্কিন সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন,

লাইফ সাপোর্ট লাগছে না সালমান রুশদির, কথাও বলছেন

সালমান রুশদির লাইফ সাপোর্ট লাগছে না। তবে এর আগে তিনি বলেছেন, সালমান এক চোখ নষ্টের ঝুঁকিতে রয়েছেন।সালমান রুশদিকে হামলার

ঘটনায় সন্দেহভাজন যে ব্যক্তিকে আটক করেছে পুলিশ, তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। বর্তমানে তিনি কারা হেফাজতে রয়েছেন।

২৪ বছর বয়সী হাদি মাতারের বিরুদ্ধে সালমান রুশদিকে মুখ, ঘাড় ও পেটে অন্তত ১০ বার ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। সালমান রুশদির

এজেন্ট ওয়াইলি এর আগে বলেছেন, রুশদির এক

হাতের নার্ভ ক্ষতিগ্রস্ত হয়েছে, কলিজায় ছুরির আঘাত লেগেছে এবং সম্ভবত এক চোখ তিনি হারাতে পারেন।৭৫ বছর বয়সী সালমান রুশদি তার

উপন্যাস দ্য স্যাটানিক ভার্সেসের জন্য বছরের পর বছর ধরে মৃত্যুর হুমকির মধ্যে রয়েছেন। তিনি বেশ কয়েক বছর আত্মগোপনে থাকার পর

প্রকাশ্যে আসেন। স্যাটানিক ভার্সেস বইটিকে ইসলামের প্রতি অবমাননাকর বলে মনে করেন অনেক মুসলমান। বেশ কিছু দেশে বইটি নিষিদ্ধ।

ইসলামের প্রতি অবমাননাকর আখ্যা দিয়ে ইরানের প্রয়াত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি রুশদিকে হত্যার ফতোয়া দিয়েছিলেন।

তবে ইরান সরকার পরে সেই ফতোয়ার দায়

থেকে নিজেদের সরিয়ে নেয়।ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদি ১৯৮১ সালে ‘মিডনাইটস চিলড্রেন’ দিয়ে খ্যাতি অর্জন

করেছিলেন। সাহিত্য সমালোচকরা তাকে ইংরেজি ভাষার কৃতী লেখকদের একজন মনে করেন। তবে চতুর্থ বই ১৯৮৮ সালে প্রকাশিত স্যাটানিক

ভার্সেস দিয়ে তিনি বিতর্কিত হয়ে ওঠেন।এশিয়া-প্যাসিফিক বিষয়ক হোয়াইট হাউসের সমন্বয়কারী এবং প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা কার্ট

ক্যাম্পবেল বলেছেন, ‘উত্তেজনা সত্ত্বেও মার্কিন বাহিনী আন্তর্জাতিক আইনের অনুমোদন সাপেক্ষে আকাশপথে উড্ডয়ন ও নৌযান চালানো

লাইফ সাপোর্ট লাগছে না সালমান রুশদির, কথাও বলছেন

অব্যাহত রাখবে। এটি নৌ চলাচলের স্বাধীনতার প্রতি আমাদের দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ’মার্কিন পরিকল্পনার মধ্যে আগামী কয়েক

সপ্তাহের মধ্যে তাইওয়ান প্রণালির মধ্য দিয়ে প্রচলিত আকাশ ও সমুদ্রপথের ট্র্যানজিট পরিচালনা অন্তর্ভুক্ত, বলে সাংবাদিকদের জানান কার্ট ক্যাম্পবেল।

কার্যক্রমটি বাস্তবায়নের জন্য কী ধরনের মোতায়েন করা হবে, ক্যাম্পবেল তা নিশ্চিত করেননি। ক্যাম্পবেল বলেন, ‘প্রণালি পাড়ির প্রকৃতি বা

সময়সূচি সম্পর্কে তার কোনো মন্তব্য নেই। ’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*