সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণা, যুবক আটক

সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণার অভিযোগে শাহিনুর ইসলাম (৩৩) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (২৮ নভেম্বর) রাতে জয়পুরহাট শহরের পাসপোর্ট অফিস চত্বর থেকে তাকে আটক করা হয়।

র‌্যাবের হাতে আটক শাহিনুর

আটক শাহিনুর ইসলাম নওগাঁর ধামইরহাট উপজেলার আজমপুর গ্রামের মজিবর রহমানের ছেলে।


র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান বলেন, শাহিনুর ইসলাম ৪-৫ জনের একটি সিন্ডিকেটের মূল হোতা। তারা ২০১৬ সাল থেকে দরিদ্র জনগণের সঙ্গে প্রতারণামূলক কর্মকাণ্ড করে আসছে। এই সিন্ডিকেটটি অবৈধ নিয়োগের মিথ্যা আশ্বাসের মাধ্যমে ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত।

কয়েক দিন আগে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ চলে। শাহিনুর ইসলাম এক প্রার্থীর সঙ্গে যোগাযোগ করে চাকরি দেয়ার জন্য অবৈধভাবে ১০ লাখ টাকা হাতিয়ে নেয় এবং ভুয়া নিয়োগপত্র দেয়। আর এমন অভিযোগেই ভুয়া নিয়োগপত্রসহ র‌্যাব-৫-এর একটি আভিযানিক দল তাকে আটক করে।

এ বিষয়ে অভিযুক্ত শাহিনের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*