পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে চার ফুট দৈর্ঘ্যের একটি মৃত ইরাবতি ডলফিন। এটির লেজ এবং গলায় আঘাতে চিহ্ন রয়েছে।

রোববার (৪ ডিসেম্বর) দুপুরে সৈকতের লেম্বুর চরসংলগ্ন তিন নদীর মোহনায় ডলফিনটি ভেসে আসে। পরে খবর পেয়ে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা সেটির মৃত্যুরহস্য উন্মোচনের চেষ্টা করেন।
ডলফিন রক্ষা কমিটির সদস্য কে এম বাচ্চু বলেন, ‘খবর পেয়ে আমরা সৈকতের লেম্বুর চর এলাকায় যাই। সেখানে গিয়ে ডলফিনটি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি। তবে কীভাবে ডলফিনটির মৃত্যু হয়েছে, সেটি নিশ্চিত বলা যাচ্ছে না। এটির লেজ এবং গলায় আঘাতে চিহ্ন রয়েছে।’
মহিপুর বন বিভাগের রেঞ্চ কর্মকর্তা আবুল কালাম জানান, ঘটনাস্থলে বন কর্মীদের পাঠানো হয়েছে। ডলফিনটি মাটিচাপা দেয়ার প্রক্রিয়া চলছে।
Leave a Reply