হবিগঞ্জের মাধবপুরে দশম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অপরাধে দুজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে এ রায় দেন হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এসএম নাসিম রেজা।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৮ জুন রাত ১১টার দিকে উপজেলার দুর্গাপুর গ্রামের জনৈক ব্যক্তির ঘরের জানালা ভেঙে ভেতরে ঢুকে তার দশম শ্রেণি পড়ুয়া মেয়েকে ধর্ষণ করে শাহিদ ও মোস্তফা। এ সময় বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেয় তারা।
এ ঘটনার পরদিন রাতে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে দুজনকে আসামি করে মাধবপুর থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত দুজনের মৃত্যুদণ্ডের রায় দেন। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে হাজির ছিল। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা দুই আসামি হলো: মাধবপুর উপজেলার দুর্গাপুর গ্রামের মো. ওয়াহিদ আলীর ছেলে মো. শাহিদ মিয়া (৪৫) ও রাজেন্দ্রপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মোস্তফা মিয়া (৩৫)।
বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর স্পেশাল পিপি মো. মোস্তফা মিয়া।
Leave a Reply