বন্ধুর হবু স্ত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণ মামলায় মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক ও কলেজপড়ুয়া এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি জানান, ধর্ষণের শিকার মেয়েটির মামলা গ্রহণ করে রোববার (২৭ নভেম্বর) দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলো: বরিশাল নগরীর রূপাতলী উকিল বাড়ি সড়কের জামিয়া কাসিমিয়া মাদ্রাসার শিক্ষক আবিদ হাসান ওরফে রাজু, বাবুগঞ্জ উপজেলার গাঙ্গুলি বাড়ি মোড় এলাকার বাইতুল মামুর জামে মসজিদের ইমাম আবু সাইম হাওলাদার এবং সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্র হৃদয় ফকির।
পুলিশ জানিয়েছে, তিনজন তিন এলাকার বাসিন্দা হলেও তারা আগে একই বাসায় ভাড়া থাকতেন। সেই সূত্রে পরিচয় এবং ঘটনার সময় তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ করে একই বাসায় মিলিত হয়ে অপরাধ সংঘটিত করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর সঙ্গে এক ছেলের প্রেমের সম্পর্ক ও পারিবারিকভাবে বিয়ের কথা ঠিক হয়। বিষয়টি ছেলেটির তিন বন্ধু জেনে গত ২০ আগস্ট রাতে ভুক্তভোগীকে মোবাইলে কল করে জানায় তার হবু বরের সঙ্গে অন্য এক নারীর ঘনিষ্ঠ সম্পর্ক আছে।
হবু বরকে হাতেনাতে ধরতে গত ২৭ আগস্ট নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের বাসায় আসতে বলে হবু স্বামীর বন্ধুরা। সেই কথামতো ভুক্তভোগী তরুণী সেখানে গেলে তাকে আটকে রেখে তিনজন পালাক্রমে ধর্ষণ করেন এবং মোবাইলে ভিডিও করে রাখেন।
পরে ভিডিও ভাইরাল করে দেয়ার হুমকি দিয়ে টাকা দাবি করেন তারা। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ওই ভিডিও তরুণীর হবু বরের বাবাকে দেখান। পরে হবু স্বামীর সহায়তায় রোববার (২৭ নভেম্বর) থানায় অভিযোগ করেন ওই তরুণী। এরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে।
এ ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তার স্বজনরা।
Leave a Reply