হলে একজন পরীক্ষার্থী, তিনিও বহিষ্কার

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ঝিনাইদহ সরকারি কেসি কলেজ কেন্দ্রে চলছিল ব্যাচেলর অব আর্টস (বিএ) ইতিহাস বিভাগের পরীক্ষা। পরীক্ষা কক্ষে একজন মাত্র পরীক্ষার্থী নিয়ে সকাল ৯ টায় পরীক্ষা শুরু হয়। সেই পরীক্ষার্থী নকল নিয়ে ধরা পড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে বহিষ্কার করেন।

হলে একজন পরীক্ষার্থী, তিনিও বহিষ্কার

শনিবার (২৯ অক্টোবর) বেলা ১১ টার দিকে কেন্দ্রে উপস্থিত হন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী। তিনি কেন্দ্রে প্রবেশ করেই ওই শিক্ষার্থীর হাতে নকল দেখে তাকে বহিষ্কার করেন। ফলে ফাঁকা হয়ে যায় পুরো পরীক্ষা কক্ষটি। পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষকও সবকিছু গুছিয়ে হল ছেড়ে চলে যান।


নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী বলেন, কেসি কলেজ কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিষয়ে একজনই পরীক্ষার্থী ছিলেন। নকল করার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও বলেন, ঝিনাইদহ কেসি কলেজে এইচএসসি পর্যায়ে ১০ জন পরীক্ষা দিচ্ছিলেন। তাদের মধ্যে থেকেও ওহিদুজ্জামান নামের একজনকে নকলের অভিযোগে বহিষ্কার করা হয়। ম্যাজিস্ট্রেট আসছেন, এমন খবর পরীক্ষার্থীকে দেওয়ার অভিযোগে এক শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*