হানিফ ফ্লাইওভারে বাসচাপায় কলেজছাত্রী নিহত

রাজধানীর হানিফ ফ্লাইওভারের ওপরে যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী সাদিয়া আফরিন (২২) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

হানিফ ফ্লাইওভারে বাসচাপায় কলেজছাত্রী নিহত

মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে ফ্লাইওভারের সায়দাবাদ অংশে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া তিতুমীর কলেজের মার্কেটিং বিভাগে অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান ওই শিক্ষার্থী। বাস সহ চালককে আটক করা হয়েছে। মরদেহটি ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

স্বজনরা জানান, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আব্দুর রাশিদের দুই মেয়ের মধ্যে বড় সাদিয়া। যাত্রাবাড়ী দনিয়া ক্লাবের পাশে একটি বাসায় ভাড়া থাকতেন। একটি অনুষ্ঠানের জন্য দুই মোটরসাইকেলে ৪ জন বাসা থেকে ৩০০ ফিট এলাকায় যাচ্ছিলেন। নাজমুল নামে তার দূরসম্পর্কের এক ভাই মোটরসাইকেলটি চালাচ্ছিলেন।

এ ঘটনায় নাজমুলও সামান্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*