বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি জানালার গ্রিলের সঙ্গে ঝুলেছিল বলে জানায় পুলিশ।

রোববার (৪ ডিসেম্বর) দুপুরে নগরীর লঞ্চঘাটসংলগ্ন রোজ হ্যাভেন আবাসিক হোটেল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
ওই যুবকের নাম হৃদয় মৃধা (২৩)। তিনি উজিরপুর উপজেলার হাবিবপুর এলাকার কাসেম মৃধার ছেলে। হৃদয় মৃধা একটি লাইটার জাহাজের লস্কর ছিলেন।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান সময় সংবাদকে বলেন, শনিবার (৩ ডিসেম্বর) রোজ হ্যাভেন হোটেলে উঠেছিলেন হৃদয় মৃধা। রোববার (৪ ডিসেম্বর) সকাল থেকে তার কক্ষ থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি এমনটা করেছেন তা জানা যায়নি।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি এমনটা করেছেন তা জানা যায়নি।
মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। সুরতহাল শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান আরাফাত হাসান।
Leave a Reply