১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি গাজীপুরে তুলার গুদামের আগুন

গাজীপুর সদরে সামিন টেক্সটাইল কারখানার তুলার গুদামের আগুন ১২ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছিল।

১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি গাজীপুরে তুলার গুদামের আগুন

এর আগে সোমবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নগরীর ভবানীপুর এলাকায় আগুনের এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ভবানীপুর এলাকায় স্থানীয় সামিন টেক্সটাইল কারখানার গুদা‌মে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পে‌য়ে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে আগুনের ব্যাপকতার কারণে গাজীপুর ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

গাজীপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বেলা ১২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

তবে তুলার গুদাম হওয়ায় আগুন নিয়ন্ত্রণে সময় বেশি লাগছে। আগুনে বিপুল পরিমাণ তুলা ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*